চাঁদপুরে ১৪জন এজহারভুক্ত করে অজ্ঞাতনামাদের আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে রাস্তা অবরোধ, সরকারি কাজে বাঁধা, পুলিশের উপর হামলাসহ নাশকতার অভিযোগে ১৪জন সহ অজ্ঞাতদের আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। ১৯জুলাই ২০২৪ তারিখে এই মামলা এজহারভুক্ত করা হয় ।

গত ১৯জুলাই চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস বাদী ১৪জন অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। ১৫(৩) এর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আলোকে ধারা-১৪৩, ১৮৬, ৩৩২,৩৩৩, ৩৫৩, ৪২৭ মামলা দায়ের করা হয়।

১৯জুলাই চাঁদপুর সদর মডেল থানা ওসি মো: শেখ মুহসীন আলম স্বাক্ষরিত এজহার থেকে এ তথ্য জানা যায়।

এজহারনামীয় আসামীরা হলো-১. ফয়সাল গাজী বাহার ওরফে ফয়সাল আহম্মেদ (৪৫), সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, চাঁদপুর, পিতা-ছাবের আলী ছায়ের আলী স্থায়ী গ্রাম-গুয়া খোলা, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ২. ইমান হোসেন (৩২), সভাপতি, জেলা-ছাত্রদল, চাঁদপুর, পিতা-আবুল খায়ের, স্থায়ী গ্রাম-গুয়াখোলা, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৩. ইসমাইল হোসেন পাটোয়ারী (৩০) সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, চাঁদপুর, পিতা-অজ্ঞাত, স্থায়ী: অজ্ঞত উপজেল- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর

৪. সেলিমুছ সালাম (৫৫), যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা-বিএনপি, চাঁদপুর, পিতা-মৃত আব্দুস সালাম, স্থায়ী: সাং-বিপনীবাগ (সালাম মঞ্জিল)), উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৫. আলী ঢালী (৪৯), দপ্তর সম্পাদক, জেলা-বিএনপি, চাঁদপুর পিতা-মৃত হাকিম ঢালী, স্থায়ী: গ্রাম- নাজির পাড়া উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৬.জিয়াউর রহমান সোহাগ (৩০) সাংগঠনিক সম্পাদক, জেলা-ছাত্রদল, চাঁদপুর, পিতা-ফজলুর রহমান মুন্দী, স্থায়ী গ্রাম- মমিন পাড়া, উপজেলা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর ৭. জসিম গাজী (৩০), যুগ্ম আহ্বায়ক, যুবদল, চাঁদপুর, পিতা-অজ্ঞাত, স্থায়ী অজ্ঞত, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৮. ইউসুফ মিজি(৩৪), সহ-দপ্তর সম্পাদক,

জেলা-যুবদল, চাঁদপুর, পিতা-আবুল আবাসিক এলাকা, চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৯. নজরুল ইসলাম নজু (৪৫), আহব্বায়ক, যুবদল, সদর উপজেলা, চাঁদপুর, পিতা-মৃত আমান উল্লাহ, স্থায়ী: সাং-লক্ষীপুর, ৬নং ওয়ার্ড, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ১০. মানিকুর রহমান মানিক (৪০), সভাপতি, জেলা যুবদল, চাঁদপুর, পিতা-মৃত শামছুল হক, স্থায়ী গ্রাম- কানুদী, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ১১. নুরুল আমিন খান আকাশ (৪২), সাধারণ সম্পাদক, জেলা যুবদল, চাঁদপুর, পিতা-অজ্ঞাত, স্থায়ী (অজ্ঞাত), উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ১২. মাসুদুর রহমান মাসুদ মাঝি (৪৩), যুগ্ম আহব্বায়ক, জেলা সেচ্ছাসেবক দল, চাঁদপুর, পিতা-চারু মাঝি, স্থায়ী, গ্রাম- প্রফেসর পাড়া, উপজেলা- চাঁদপুর সদর,

জেলা-চাঁদপুর ১৩. জহির মনোয়ার (২৮), সভাপতি, ইসলামী ছাত্র শিবির, সদর উপজেলা, চাঁদপুর পিতা-অজ্ঞাত, স্থায়ী: ট্রোক রোড, উপজেলা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর ১৪, শেখ মোঃ বেলায়েত হোসেন (৩২), সহকারী সাধারন সম্পাদক, জামায়েত ইসলামী বাংলাদেশ, চাঁদপুর পৌর শাখা, চাঁদপুর পিতা-অজ্ঞাত, স্থায়ী: (অজ্ঞাত), উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁনপুর সসহ অজ্ঞাতনামা আরো অনেকে।

মামলায় এজহারভুক্ত ও এজহার বহিভূত অনেককে আটক করা হয়েছে । সেই সাথে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে দৈনিক চাঁদপুর খবরকে জানান চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস । মামলাটি তদন্ত করছে এসআই রাকিবুল ইসলাম ।

সম্পর্কিত খবর