মতলব দক্ষিণ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সেলিম ঃ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে মতলব দক্ষিণ থানার আয়োজনে গত ১৬ জুলাই থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদের পরিচালনায় উম্মক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, মতলব পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক, মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল,মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আল মহসিন প্রধান, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, মতলব পৌর ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জহির খান,৭ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভপতি মদন শাহা,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাংস্কৃতিক সম্পাদক অজিত সরকার প্রমুখ।

অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, গুজব ছড়ানো এবং সন্ত্রাসসহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানি করলে সরাসরি জানানোর জন্য আহ্বান জানান।

সম্পর্কিত খবর