চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার এর দিক নির্দেশনায় রথযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত চাঁদপুর জেলা পুলিশ।
রবিবার(১৪ জুলাই) শ্রী শ্রী জগন্নাথদেবের ফেরত রথযাত্রা উপলক্ষে চাঁদপুর জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধানে সর্তক অবস্থায় রয়েছেন চাঁদপুর জেলা পুলিশ।
আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যদের তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।