চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম (বার) কচুয়া সার্কেল অফিস পরিদর্শন করা হয়েছে।
বুধবার (১০জুলাই) চাঁদপুর জেলার কচুয়া সার্কেল অফিস দ্বি- বার্ষিক পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম(বার)।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম-বার সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
পরিদর্শনকালে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডে অতিরিক্ত ডিআইজি সন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত ডিআইজি মহোদয় দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন- প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।
পরিদর্শনকালে সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।