চাঁদপুরে ঘোষনা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ : দুর্ভোগে গ্রাহকরা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাভুক্ত এলাকায় পূর্বে ঘোষনা না দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুরের সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় গ্যাসের গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে,পূর্বে ঘোষনা না দেওয়ায় গ্রাহরা এ ভোগান্তিতে পড়ে। বাসাবাড়িতে কেউ রান্না করতে পারেনি, তাই হোটেল থেকে খাবার নিতে হয়েছে গ্রাহকদের। গ্রাহকরা বলেন, সকাল ৭ টা থেকে গ্যাস না থাকায় বাসায় রান্নাবান্নার কাজ বন্ধ রয়েছে। অনেক অপেক্ষার পর গ্রাহকরা দুপুরে হোটেল থেকে খাবার এনে খেতে হয়েছে। যার কারনে স্থানীয় হোটেল গুলোতে লোকজনের ভিড় দেখা যায়। গ্রাহকরা অভিযোগ করে বলেন, গ্যাস থাকবে না সেটি আগে থেকেই ঘোষণা করা দরকার ছিল বাখরাবাদ গ্যাস কোম্পানির। হঠাৎ গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ায় জেলায় অনেক পরিবার গ্যাসের অভাবে বিপাকে পড়েছেন।

জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর চাঁদপুর এলাকার সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানায় চট্টগ্রাম এর আনোয়ারা এলাকায় এল এন জি লাইনে লিকেজ হওয়ায় আজকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে । কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তবে মেরামত কাজ চলছে। এ জন্য দ্রুত সবাইকে সকাল রান্নার কাজ সম্পন্ন করতে অনুরোধ করা হয়। এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মোবারক হোসেন বলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় এলএনজি গ্যাস লাইন লিকেজ লিকেজ (ছিদ্র) হওয়ায় চাঁদপুরসহ আরও কয়েকটি জেলায় গ্যাসের সরবরাহ বন্ধ। ওই লাইন মেরামতের কাজ চলছে। কাজ হয়ে গেলে কাল বৃহস্পতিবার থেকে পুনরায় গ্যাসের সরবরাহ করা হবে।

সম্পর্কিত খবর