চাঁদপুরে এইচএসসি পরীক্ষার পঞ্চম দিন অনুপস্থিত ১০জন : ২জন বহিস্কার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ৫ম দিনের পরীক্ষায় অংশগ্রহন করেন ১৮হাজার ৪শত ৭৫জন এবং অনুপস্থিত ছিলেন ১০জন এবং বহিস্কার হয় ২জন পরীক্ষার্থী। এদিন মোট পরীক্ষার্থী ছিল ১৮হাজার ৪শত 8৫জন।

এ দিন নিন্দপুর ড. মহিউদ্দিন খান আলমগীর হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালীন ২পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
৯জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার বিশাল দাস।

পরীক্ষার ৫ম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন চাঁদপুরে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪হাজার ৯শ ৪৬জন এবং অংশগ্রহন করেন ১৪হাজার ৯শ ৩৮জন ও অনুপস্থিত ছিল ৮জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরে আলিমের ইংরেজী ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২হাজার ৫শ ৬জন এবং অংশগ্রহন করেন ২হাজার ৫শ ৫জন, অনুপস্থিত ছিল ১জন।

এইচএসসি (ভোকেশনাল) রসায়ন বিজ্ঞান ২য় পত্র পরীক্ষায় ১১৮জন পরীক্ষার্থীর মধ্যে ১১৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। অনুপস্থিত ছিল ১জন। এইচএসসি (বিএম) হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ ২য় পত্র বিষয়ের পরীক্ষায় ৯১৫জন পরীকষার্থীর মধ্যে ৯১৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

সম্পর্কিত খবর