
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদরের পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করা হয়েছে।
গত ৭ জুলাই পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন চাঁদপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন।
পরিদর্শনকালে তিনি শ্রেনি কার্যক্রমের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ক্লাস মনিটরিং ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের কথা, জরুরি ভিত্তিতে ভবন প্রয়োজন সে সম্পর্কে ও পরামর্শ দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।