চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম(বার) চাঁদপুর জেলায় আগমন করায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) চাঁদপুর জেলার সদর কোর্ট ও কচুয়া সার্কেল অফিস পরিদর্শন উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম(বার) চাঁদপুর জেলায় আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।
এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সম্মানিত অতিরিক্ত ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।