
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের শাহতলী গ্রামের চুরির হিড়িক পড়েছে। একর পর এক চুরির ঘটনা ঘটছে ।
চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ ,মামলা ও জিডি করেও চুরির কোন মালামাল উদ্ধার করতে পারেনি কিংবা চোর সনাক্ত করতে পারিনি পুলিশ । কোন আসামী বা চোর গ্রেফতার করতে পারেনি। একটি চুরিও উদ্ধার করতে পারিনি পুলিশ । এলাকায় এনিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে । আতংকে অনেক পরিবার রাত জেগে থাকছে ।
গতকাল শাহতলী এলাকায় খোজঁ নিয়ে জানা যায়, বড় শাহতলী গ্রামের মো: তাজুল ইসলাম, পিতা নুরুল ইসলাম বেপারীর দুটি মোবাইল বসতঘর থেকে চুরি হয়েছে, ইতিপৃবে শাহতলী এলাকার আল-আমিন গাজী বাড়িতে চুরি হয়। থানায় অভিযোগ করা হলেও এখনো কোন মালামাল উদ্ধার করতে পারেনি পু্লিশ। কিছুদিন পূর্বে শাহতলী রেলস্টেশন স্বপনের গ্যারেজ থেকে অটোগাড়ির ব্যাটারি নিয়ে যায় চোরচক্র, তারও কোন হদিস পাওয়া যায়নি। খোদ শাহতলী স্টেশন জামে মসজিদে দান বাকসে চুরির ঘটনা ঘটেছে । সম্প্রতি শুক্কুন গাজীর দুটি মোবাইল চুরি হয়। এ বিষয়েও থানায় জিডি করা হয়েছে।
স্থানীয়রা দৈনিক চাঁদপুর খবরকে জানান, শাহতলী মনে হয় চোরদের রাজ্যে পরিনত হয়েছে। প্রতি মাসেই চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ কিংবা জিডি করে কোন সুবিধা পাচ্ছি না। এখন পর্যন্ত এলাকায় কোন চুরি রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। আমরা এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলমের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে শাহতলী নিবাসী বাদী মো: তাজুল ইসলাম বেপারী গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমার দুটি মোবাইল বসতঘর থেকে চুরি হয়েছে। কে বা কারা এমন চুরির ঘটনা ঘটিয়েছে তার উৎঘাটনে থানায় জিডি করেছি । চোর সনাক্ত ও মোবাইল দুটি উদ্ধার করতে পুলিশের সহযোগিতা কামনা করছি । এ ব্যাপারে আমি চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।