
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কনস্টেবল মোঃ এমদাদুল হক, পিতা-মৃত, আঃ ওয়াজেদ, সাং-ফরদাবাদ, পোঃ-ফরদাবাদ বাজার, থানা- বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ শোক প্রকাশ করেছেন।
গতকাল ৮জুলাই (সোমবার) চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়।
গত ২৫মে জ্বর ও ঠান্ডা ঠান্ডা কাশি জনিত কারণে চাঁদপুর পুলিশ হাসপাতালের ডাক্তারের শরনাপন্ন হলে কর্তব্যরত ডাক্তার তার শারিরীক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করেন।
উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুস ক্যান্সার জনিতকারণে ৮জুলাই (সোমবার) মৃত্যুবরণ করেন। (ইন্নালি ল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, পুলিশ সদস্য মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নি য়োজিত ছিলেন। তিনি ১৯৬৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছা রামপুর থানার ফরদাবাদ গ্রামের সমারান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ৬ই অক্টোবর পুলিশ কনস্টেবল হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুদীর্ঘ ৩৫ বছর ৯ মাস ২ দিন চাকরি জীবনে ডিএমপি, ঢাকা/রাঙ্গামাটি/যশোর/চট্টগ্রামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে তাঁর উপর অর্পিত সকল সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন। সর্বশেষ তিনি গত-২৮অক্টেবর ২০২২খ্রিঃ থেকে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন, উঘারিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
মোঃ এমদাদুল হক এর মত একজন পেশাদার পুলিশ সদস্যর মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। মরহুম মোঃ এমদাদুল হক এর মৃত্যুতে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।