
চাঁদপুর খবর রির্পোট: পিবিআই চাঁদপুর জেলা কর্তৃক অপহরণ মামলার ৩বছর বয়সী নারী শিশু ভিকটিমকে চাঁদপুরের সদর থানা এলাকা হতে উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর পিবিআই এর একটি বিশেষ টিমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে ৬জুলাই চাঁদপুর সদর মডেল থানাধীন ডালিঘাট এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।
পরে ৭জুলাই ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক ভিকটিম এর জবানবন্দি লিপিবদ্ধ করে ভিকটিমকে তার মাতার জিম্মায় প্রদান করেন। বর্দমানে মামলার তদন্ত অব্যাহত আছে।
চাঁদপুর সদর থানায় ফাহিমা বেগম (২৫), উত্তর বালিয়া ইউনিয়ন, থানা ও জেলা- চাঁদপুর দায়েরকৃত চাঁদপুর সদর মডেল থানার মামলা নং- ২৮/৮৯, তারিখঃ ১২/০২/২০২৪ খ্রিঃ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ২০০৩) এর ৭/৩০ এর মূলে ভিকটিমকে উদ্দার করা হয়।
মামলার ঘটনা থেকে জানা যায়, মামলার ভিকটিম মাহিয়া আক্তার ছদ্মনাম (৩) গত ২২জানুয়ারী২০২৪ খ্রি: সকাল অনুমানিক ১১টায় চাঁদপুর উত্তর বালিয়া নিজ বাসা হতে বের হয়ে রাস্তার দিকে গিয়ে পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসেন নাই মর্মে মামলার বাদী ফাহিমা বেগম তাঁর দায়ের কৃত অভিযোগে উল্লেখ করেন। বাদীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের সহযোগিতায় অজ্ঞাতনামা বিবাদীগণ পরস্পর যোগসাজশে ভিকটিমকে ঘটনাস্থল হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর থানায় গত ১২ফেব্রুয়ারী-২০২৪ খ্রিষ্টাব্দ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা হলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় ৫ মাস তদন্ত করার পরেও ভিকটিম কে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিজ্ব আদালত মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআই চাঁদপুর কে মামলাটির ভিকটিম উদ্ধার পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।