ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ!

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের ৫ নং ওয়ার্ডের বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ ঘটিকার সময়ে খারদার বাড়ির প্রবাসী লেদুমিয়ার স্ত্রী নাজমা আক্তারের বৃদ্ধা শাশুড়ীকে মারধর ও বসতঘরে হামলা এবং তার বোনের দুই ছেলেকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর সহ একাধিক ফলজগাছ কাটার অভিযোগ রয়েছে বাবলু ও দেলোয়ার গংদের বিরুদ্ধে।

এই ঘটনায় নাজমা আক্তার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং১৭। পরে ওই দিনই গৃহবধূ নাজমা আক্তার রায়পুর উপজেলার চরপাতা গ্রামে পিতার বাড়িতে চলে যান ,কিন্তুু ২৪ই জুন সোমবারে মারধর ও হামলার অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী নাজমা ও তার পিতা- ভাই গংদের বিবাদী করে ২৭ জুন ফরিদগঞ্জ থানায় দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এধরণের মামলা করায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি।

বাবলুগংরা অভিযোগের বিষয়টি অস্বীকার করে উল্টো নাজমার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দিয়ে বাড়ি ঘর হামলা করার কথা বলে জানান। এ বিষয়ে নাজমা আক্তার জানান, আমার স্বামী প্রবাসে রয়েছে, বাবলু ও দেলোয়ার গংরা পূর্ব শএুতার জের ধরে আমার বসতবাড়ি আসবাবপত্র ও একাধিক গাছ কাটে আমাকে হুমকি ধমকি দেন, এমনকি আমাকে মেরে পেলে লাশ ঘুম করার কথাও বলেন, বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি বাবলুগংদের অত্যাচারে স্বামীর বসতবাড়িতে থাকতে না পেরে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হই। কিন্তু দেলোয়ার মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন, আমি এবং আমাদের পরিবার এই ঘটনার সাথে কোন ধরনের সংশ্লিষ্ট নয় , এমনকি মোবাইল ট্রাকিং করে আমাদের অবস্থান সহ এই সকল বানোয়াট মামলা হতে অব্যাহতি চেয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই ।

এবিষয়ে নাজমা আক্তার হুমকি ধমকি ও মিথ্যা মামলার প্রতিকার চেয়ে ৪ জুলাই বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং ২০১, এবিষয়ে বাবলু জানান, নাজমা আক্তার আমাদের একাধিক মামলা দিয়ে হয়রানি করেন, ও তাহার বাবার এলাকার লোকজন এনে আমাদের বাড়িঘর হামলা করেন।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র দাস সাধারণ ডায়েরির বিষয়ে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর