মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ড্রেজারসহ ৪৩জন আটক

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় মতলব উত্তর এসিল্যান্ড (ভুমি) হিল্লোল চাকমা ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, ১ টি বাল্কহেড, ২ টি স্পিডবোট সহ ৪৩জনকে আটক করা হয়।

গতকাল দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে এসব তথ্য জানান মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কামরুজ্জামান।
তিনি জানান, চাঁদপুর কোস্টগার্ড স্টেশন চীফ পেটি অফিসার মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নাসিরাকান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১০টি ড্রেজার, ১ টি বাল্কহেড, ২ টি স্পিডবোট আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৫লক্ষ ৪১হাজার ৫শ টাকা। এসময় ৪৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সম্পর্কিত খবর