
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুস সালাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২৪ জুন ২০২৪তারিখে মৃত্যুবরণ করায় মরহুমের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে ৫লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মরহুমের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার)।
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মরহুমের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে।” মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পুলিশ সুপার তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলি সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ক্যাপসান: চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুস সালাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মরহুমের পরিবারের নিকট ৫লক্ষ টাকা সহায়তা প্রদান করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার)। ছবি-দৈনিক চাঁদপুর খবর।