
স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে কচুরিপানা অপসারণ শুরু । কচুরিপানা জটে দুর্দশায় পতিত এককালের প্রমত্তা ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, চাঁদপুর সেচ প্রকল্প এলাকাভুক্ত ফরিদগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এককালের প্রমত্তা ডাকাতিয়া নদী ও শাখা নদীগুলোতে দখল-দূষণের পাশাপাশি কচুরিপানা জটে প্রায় বন্ধ হয়ে যায় মালবাহী নৌকার চলাচল। কচুরিপানা পচে নষ্ট হচ্ছে নদীর পানি। মরে যাচ্ছে নদীর মাছ। বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশের পর চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড নদীর কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করে।
চলতি সপ্তাহ থেকে প্রাথমিকভাবে ফরিদগঞ্জ পৌর এলাকার এক কিলোমিটার নদীর কেরোয়া এলাকা থেকে কচুরিপানা অপসারণ শুরু হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে দেখা গেছে, উপজেলা সদরস্থ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের অংশের ডাকাতিয়া নদী থেকে এস্কেলেটর তথা ভেকু মেশিন দিয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে।
স্থানীয় লোকজন এই উদ্যোগকে ভাল অভিহিত করে বলেন, নদীর পানি প্রবাহ ঠিক রাখতে হলে নিয়মিত কচুরিপানা অপসারণ করতে হবে। নদীতে একশ্রেণির লোক বাঁধ দিয়ে অবৈধ মাছ চাষ করছে। এতে কচুরিপানা জটের সৃষ্টি করছে। এতে তারা সুবিধা পেলেও নষ্ট হচ্ছে নদীর মাছ ও পানি। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, আপাতত ডাকাতিয়া নদীর ফরিদগঞ্জ শহরের এক কিলোমিটার অংশের কচুরিপানা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।