ইব্রাহিম খান : চাঁদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আমার থাকার কথা ছিল।
কিন্তু আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো প্রোগ্রাম। এখানকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা ভালোবাসা সেজন্য আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। নাড়ির টানে ছুটে এসেছি আপনাদের কাছে। দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে পদ্মা সেতু। মানুষের জীবনমান বদলে দিয়েছে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশের সন্তানদের জন্য আত্মবিশ্বাস আত্মমর্যাদার প্রতীক সক্ষমতার প্রতীক হিসাবে এই পদ্মা সেতু তেরি করেছেন আমাদের নিজস্ব অর্থায়নে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। সেই প্রকল্পের সমাপনী উৎসবটা পদ্মার পাড়ে হয়ে গেল।
শুক্রবার (৫ জুলাই) বিকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মন্ত্রীর বাসভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক ক্যান্সার-কিডনী রোগের চিকিৎসার আর্থিক সাহায্য ও মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের স্বেচ্ছাধীন তহবিল হতে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা মন্দির এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সবাই বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু সামাজিক ক্ষেত্রে নয় যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, নারীর উন্নয়ন শিশুদের কল্যাণ, বয়স্কদের জন্য সবার জন্য যেভাবে কাজ করে চলেছেন। আমাদের অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন।বিজ্ঞান প্রযুক্তি সব দিকে আমাদের যে অগ্রযাত্রা তিনি যেন সুস্থ থাকেন দীর্ঘজীবী হোন।আগামী দিনেও আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারেন।প্রধানমন্ত্রীর জন্য এবং আপনাদের সেবা করে যেতে পারি আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
প্রধানমন্ত্রীর প্রতি দোয়া কৃতজ্ঞতা এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনিকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর বাস স্ট্যান্ড গোর এ গরিবা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায় ,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,পি পি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌরসভার প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসাইন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম, রেবেকা সুলতানা মুন্না,চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন সহ আরো অনেকে।
আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক এমআর ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সরকারি পরিচালক ফিরোজ আহমেদ, চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম।
এ সময় আলেম-ওলামা,মসজিদ-মাদ্রাসা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং অসুস্থ মানুষের পরিবারবর্গ ও আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।