চাঁদপুরে শহরের আবাসিক হোটেল থেকে ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শহরের একটি আবাসিক হোটেলে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সকলের বাড়ি ভোলা জেলায়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। বুধবার দিনগত রাত ৪ টায় তাদেরকে শহরের ষোলঘর বিটি রোড আবাসিক হোটেল থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ মাহাবুব রহমান (৩২), রাসেল বকশী (৩৪), মহিউদ্দিন হাওলাদার (৩৪), মোতাহার সর্দার (৪৫), আল-আমিন (২৮), আইয়ুব আলী (৪২), ওসমান গনি (৩৫)। সকলে ভোলা জেলার বাসিন্দা।

চাঁদপুর সদর মডেল থানার এসআই নয়র আর্চায্য বলেন, শহরের ষোলঘর বিটি রোডের একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাস খেলারত অবস্থায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় তাদের হেফাজত থেকে নগদ টাকা ও তাস পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোঃ মুহসীন আলম বলেন, জুয়া আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর