
স্টাফ রিপোর্টার : বিষধর সাপ রাসেল’স ভাইপারের আতঙ্কে দিন কাটছে চাঁদপুরের মেঘনা তীরবর্তী উপজেলা হাইমচরের মানুষের। উপজেলার বিভিন্ন স্থানে ধরা পড়ছে একের পর এক বিষধর এই সাপ।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলার দ: আলগী ইউনিয়নের কমডেকা মাঠে ও ঈশানবালা ঘাটে স্থানীয় কৃষক একটি রাসেল’স ভাইপার সাপ দেখতে পায়। তাৎক্ষনিক হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে সাপটিকে।
গত বুধবার হাইমচর পুরান কলেজ সংলগ্ন স্থান থেকে আরেকটি রাসেল’স ভাইপার সাপকে মেরে ফেলা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব দেখা যাচ্ছে। এতে অনেকটা আতঙ্কে দিন কাটাচ্ছে হাইমচরবাসী। শিশু থেকে বৃদ্ধ সবার চোখেমুখে শুধু রাসেল ভাইপার আতঙ্ক।
এ বিষয়ে হাইমচর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, হাইমচরের বিভিন্ন স্থানে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব এর কথা শোনা যাচ্ছে। বিষাক্ত এই সাপ থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আতঙ্কিত হয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো যাবে না। এছাড়া কেউ আক্রান্ত হলে স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত পরিমান এন্টিভেনম রয়েছে। দেরি না করে আক্রান্ত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসলে আশা করি সমস্যা থাকবে না।।