
চাঁদপুর খবর রির্পোট: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি এমপি ২দিনের সফরে চাঁদপুর আসছেন।
৪জুলাই (বৃহস্পতিবার) সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচী হলো- ৫জুলাই (শুক্রবার) সকাল ৯টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১১টা ৩০মিনিটে চাঁদপুর সদরের কালি ভাংতিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন চাঁদপুর পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এদিন বিকাল ৪টায় মন্ত্রীর জেএন সেনগুপ্ত রোডস্থ বাসভবনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক, কান্সার, কিডনী রোগের চিকিৎসায় আর্থিক সাহায্য ও মাননীয় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ এবং গরীব অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করবেন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে জয়ধ্বনি সংগীত বিদ্যায়তন এর একযুগ পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
৬জুলাই (শনিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মনূচীতে অংশগ্রহন করবেন।
এদিন বেলা ১২টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ৩.টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।