স্টাফ রিপোর্টার : বিআরডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) ৪জুলাই চাঁদপুর সদর উপজেলা ৮নং ওয়ার্ড দারুল উলুম মাদ্রাসায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আয়োজনে ও সোশ্যাল এনজিও’র সহায়তায় চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা বাবদ চেক প্রদান করা হয়।
এসময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদান হিসেবে এই নিয়ে তৃতীয়বারের মতো চেক হস্তান্তর করা হয়। যার মধ্যে প্রথমবারে দেওয়া হয়েছে- ৯৭লাখ ৭৮হাজার ৪শত ৬টাকা , মোট ৭৬জন পরিবারের মাঝে।
এরপর দ্বিতীয় বার দেওয়া হয়েছে ১কোটি ২লাখ ১৭হাজার ২শত ৩২টাকা, মোট ৩৫ জন পরিবারের মধ্যে। এবারে এসে তৃতীয়বারের মতো দেওয়া হলো ১৯টি পরিবারের মাঝে মোট ৬২লাখ ৩০হাজার ৫শত ৫৮টাকা।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বিআইডব্লিউটিএ প্রকল্প পরিচালক (পিডি) আইয়ূব আলী।
এসময় তিনি বলেন, চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণে যে কোনো সমস্যা সম্মুখীন হলে চাঁদপুর জেলা পুলিশ সব সময় আইনগত ব্যবস্থা দিয়ে পাশে থাকার আহ্বান করেন।
এছাড়াও তিনি কাজের বিষয়ে ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার বিষয়ে চাঁদপুর জেলা বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোঃ নাহিদ হোসেন কেও বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
সবশেষে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের যারা ইতোমধ্যে তাদের অর্থ পেয়েছেন তাদের এবং যারা এখনো পায়নি অথবা যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর জেলা বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালককে অবহিত করার জন্য বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা (রিভার)।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – বিআইডব্লিউটিএ ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর – ফরহাদুজ্জামান ,বিআইডব্লিউটিএ উপ- পরিচালক -মোঃ নাহিদ হোসেন, চাঁদপুর সদর নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর সদর নৌ থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনির হোসেন,৮ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন গাজী, বিআইডব্লিউটিএ সিবিএ সভাপতি – আক্তার হোসেন, সাধারণ সম্পাদক -আলাউদ্দিন , সাংবাদিক বিপ্লব সরকার ও বিআইডব্লিউটিএ একাউন্ট অফিসার -আহমেদুল কবির , প্রকল্প এক্সিকিউটিভ-দিদার এ আলম ।