মো. হোসেন বেপারী: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ডের টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে। একদিনে আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন, টোরাগড় গ্রামের সাইফুল (৩৫), শিহাব (১৩), আব্দুর রহমান (৪), রেজিয়া (৭০), বাচ্চু মজুমদার (৬০), মেহরাজ (৬), কাজল (৪০), নুসরাত (১০), ফাহিম (১৬), নুরজাহান (৫) ও মেহেরাজ(৬) ।
এর আগে বুধবার বিকালে কুকুরের কামড়ে আহত হয় আরো ৯ জন। তারা জেলার হাজীগঞ্জ উপজেলার তামান্না আক্তার(৯), আশরাফুল (৮), বাদল(২৫), বাচ্চু মজুমদার (৩৫), ফারুক হোসেন(৩৪), কচুয়া উপজেলার সুরাইয়া ইসলাম (৯) ও শাহরাস্তি উপজেলার আরমান হোসেন(২০)।
আহত সিহাবের দাদা জানান, সিহাব ফুটবল খেলতে বাড়ির পাশ্বে মাঠে যায়। সেখানে কুকুর দৌঁড়ে এসে কামড় দেয়।
স্থানীয় বাসিন্দা মো. টিটু জানান, একটি কুকুর দৌঁড়ে এসে যাকেই সামনে পেয়েছে এবং বসতঘরে প্রবেশ করে কয়েকজনকে কামড় দিয়েছে। এতে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধসহ আহত হয় ২০জন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, কুকুরের কামড়ে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত সবাইকে একটি করে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছে এবং প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ এভাবে ৫টি ডোজ (প্রতিষেধ ইনজেকশন) নেওয়ার পরামর্শ দেওয়া হয়।