চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার এর দিক-নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মঈনুল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৪ জুৃলাই গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ টু রামগঞ্জ রোডের রান্ধুনীমুড়াস্থ হাজীগঞ্জ ব্রীজের উপর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চাঁদপুর ডিবি পুলিশ।

এ সময় আসামীকে তল্লাশি করে তার হেফাজত হতে দুইটি নীল রংয়ের জিপারে ২০০ পিস করে সর্বমোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন অনুমানিক ৪০ গ্রাম, (আনুমানিক মূল্য ১,২০,০০০টাকা) জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ইসরাত জাহান কনা (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর