রহিমানগর বাজারে চাঁদপুর জেলা পরিষদের ভূমির অবৈধ দখলদার উচ্ছেদের পরিকল্পনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর বাজারে চাঁদপুর জেলা পরিষদের মার্কেট নির্মানের জন্য ভূমি হতে অবৈধদখলদার উচ্ছেদকরণের লক্ষ্যে জেলা পরিষদ থেকে চিঠি ইস্যু করা হয়েছে।

১জুলাই (সোমবার) চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসক কে অবগত করে চিঠি ইস্যু করা হয়।

এতে বলা হয় চাঁদপুর জেলা পরিষদ মালিকানাধীন জেলার কচুয়া উপজেলার রহিমানগর বাজারে মার্কেট নির্মানের জন্য জন্য পরিষদের গত ২৭.২.২০১৯ খ্রিঃ তারিখের প্রস্থাবের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৭.১২.২০১৯ খ্রিঃ তারিখে মার্কেট নির্মানের অনুমতি করেন।

মার্কেট নির্মানের লক্ষ্যে প্রস্তাবিত ভূমির লীজ গ্রহিতাদের সাথে গত ৯জানুয়ারী ২০২৩খ্রি: তারিখে দ্বিপাক্ষিক আলোচনা করা হয় এবং উক্ত আলোচনার প্রেক্ষিতে লীজ গ্রহিতাগণ প্রস্তাবিত ভূমি হতে স্বেচ্ছায় তাদের নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে জেলা পরিষদকে আসস্ত করেন।

পরবর্তীতে মার্কেট নির্মানের বিষয়ে মহামান্য হাইকোর্টে জেলা পরিষদের বিরুদ্ধে ২৫৪৮/২০২৪নং রীট মোকদ্দমা দায়ের করা হয়। উক্ত মোকদ্দমা পরিলনার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নী জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান) কে নিযুক্ত করে তাকে সদয় অবগত করা হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মহামান্য হাইকোর্ট ডিভিশন দায়েরকৃত -২৫৪৮/২০২৪ নং রীট পিটিশন মোকদ্দমায় ৬ মাসের জন্য স্থিতাবস্থা প্রদান করে। উক্ত ২৫৪৮/২০২৪ নং রীট পিটিশন মোকদ্দমার আলোকে সিভিল পিটিশন ফর লীভ টু আপীল নং -২০৭৫/২০২৪ নং মোকদ্দমা দায়ের করলে মহামান্য সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত গত ৩০জুন ২০২৪তারিখে উক্ত স্থিতাবস্থা প্রদান করেন।

এতে আরও বলা হয়, জেলা পরিষদের মালিকানাধীন চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় রহিমানগর বাজারে মার্কেট নির্মানের ভূমি হতে অবৈধদখলদার উচ্ছেদকরনে আইনগত কোনো জটিলতা নাই। বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসকের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবগত করা হল।

সম্পর্কিত খবর