শাহরাস্তিতে তিনটি বেকারীকে ৫৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে ৩টি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে পৌর শহরের কালিয়াপাড়া ও টামটা উত্তর ইউপির হোসেনপুর বাজারে ভ্রাম্যমান আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর। উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩ ধারা লঙ্গনের দায়ে ৩ টি বেকারি মালিককে যথাক্রমে ৪০, ১০,৫ সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। একই সঙ্গে বেকারির ভেজাল উৎপাদিত খাদ্য সামগ্রী জব্দ করে সকলের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

৩ টি মামলায় অভিযুক্ত কালিয়াপাড়া বাজারের তামিম এ্যানি টাইম ফুড প্রোডাক্ট মোঃ আবু ইউসুফ (৩৫) বেকারির মালিককে ৪০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ৩০ দিনের মধ্যে কারখানার সার্বিক পরিস্থিতি উন্নতিকরণে অঙ্গীকারনামা আদায় করা হয়। ওই বাজারের হাজী বেকারীর মোঃ- শারফিন মিয়া (৩৫) ম্যানেজারকে ১০ হাজার টাকা পরবর্তীতে হোসেনপুর বাজারের মিতালি কনফেকশনারির মো.জহির উদ্দিন(৩৪) মালিককে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযুক্ত বেকারি ও প্রতিষ্ঠানগুলোকে এই দন্ড প্রদান করেন, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটো ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর। এ কাজে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ অফিসার রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স ও উপজেলা সহকারী ভূমির কার্যালয়ের মোঃ সাইফুল ইসলাম সার্টিফিকেট অফিসার (পেশকার) কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এদিকে এ ধরনের অভিযান শেষে স্থানীয় জনগণ জানান, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকা উচিত । এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তা পর্যায়ে এই ধরনের অভিযানের জন্য প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন।

সম্পর্কিত খবর