শাহতলীতে আটক মাদক কারবারীর পরিবারের হুমকি !

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রাম থেকে ১কেজি গাঁজাসহ আটক ২মাদক কারবারীর পরিবারের পক্ষ থেকে নানা রকম হুমকি প্রদান করেছে ।

শাহতলী এলাকার নানা ব্যক্তিকে দোষারুপ করে এই হুমকি প্রদান করছে । কে গ্রেফতার করিয়েছে তা নিয়ে মাদক পরিবার নানা সন্দেহ করছে ।
মাদক ব্যবসায়ী পরিবারের এমন হুকাংরে এলাকায় নানা প্রশ্ন উঠেছে । এমন বড় ধরনের অপরাধ করেও কেন এমন হুকাংর দিচ্ছে মাদক পরিবার,তা নিয়ে প্রশ্ন উঠেছে ,তাহলে তারা কি আইনের উর্ধ্বে।

ঘটনাটি গতকাল ২জুলাই চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস ও নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলামকে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে । অবিলম্বে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে । আটক মাদক ব্যবসায়ীদের জামিন যাতে না হয় সে ব্যাপারে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী ।

জানা গেছে ,আটককৃত মাদক ব্যবসায়ী রানা গাজী (২২) ও ফয়সাল গাজী (২১) মাদক আইনে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীদেরকে আদালতের মাধ্যমে গতকাল চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

গত ৩০জুলাই (রবিবার) শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী উচ্চ বিদ্যালয় (পাল্টিপাড়া) স্কুলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। রানা গাজী (২২), পিতা-ইসমাইল গাজী, মাতা-মিনু বেগম, ২। ফয়সাল গাজী (২১), পিতা-মৃত কবির গাজী, মাতা-নাছিমা বেগম, উভয় সাং-বড় শাহতলী, গাজী বাড়ী, ৪ নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর দ্বয়কে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানার নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম।

১জুলাই মাদক ব্যবসায়ী ১। রানা গাজী ২। ফয়সাল গাজী কে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম জানান, শাহতলী থেকে মাদক (গাাঁজা) বিক্রির সময় হাতেনাতে ২মাদক ব্যবসায়ীকে আটক করি। ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী আটককৃত মাদক ব্যবসায়ী ১। রানা গাজী ২। ফয়সাল গাজী নামে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এদিকে শাহতলীর দুই মাদক ব্যবসায়ীকে আটক করায় চাঁদপুর জেলা পুলিশ,মডেল থানা পুলিশ ও নতুন বাজার ফাঁড়ির পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসী ।

জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ীগণ পেশাদার মাদক ব্যবসায়ী। এলাকার যুবকদের কাছে মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করছে। তারা এলাকায় মাদকের আসর বসিয়েছে। এদের কারনে এলাকায় চুরি চিনতাই বেড়ে চলছে। এলাকাবাসী অতিষ্ট হয়ে আছে এদের কারনে।
এলাকা থেকে মাদক নির্মূলে এ মাদক ব্যবসায়ীদের যথাযথ বিচার চান এলাকাবাসী। এলাকাবাসী মাদক ব্যসায়ীদের যথাযথ বিচার দাবি করছে জেলা পুলিশ প্রশাসনের কাছে।

সম্পর্কিত খবর