শাহতলী শানে মদিনা জামে মসজিদ ও খানকা শরীফের নতুন কমিটি গঠন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী শানে মদিনা জামে মসজিদ ও খানকা শরীফের মুসল্লি ও শাহফুর দরবার শরীফের মুরিদানের উপস্তিতিতে আ: হান্নান কারীকে সভাপতি ও ফজলুর রহমান পাটওয়ারীকে সেক্রেটারী করে ১৩সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৭ মে ২০২৪ইং শাহতলী শানে মদিনা জামে মসজিদ ও খানকা শরীফের মুসল্লি আব্দুর রব মাষ্টার এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় ১৩সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি আ: হান্নান কারী, সহ-সভাপতি আব্দুর রব মাষ্টার, সহ-সভাপতি মো: রুবেল কারী, সেক্রেটারী ফজলুর রহমান পাটওয়ারী, জয়েন্ট সেক্রেটারী দুলাল কারী, মোতাওয়াল্লী (ক্যাশিয়ার) শামছুল হক শেখ, সদস্য নুরুল ইসলাম খান, মো: মজিব কারী, মোস্তফা গাজী, ইসমাঈল মাষ্টার, আব্দুর রহমান মিজি, আব্দুল লতিফ মিজি, নূরে আলম গাজী।

সম্পর্কিত খবর