চাঁদপুরে লতিফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বাদ আসর চাঁদপুর শহরের ওয়ারলেসস্থ ট্রান্সকম কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় লতিফুর রহমান ও তাঁর নাতি ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের নৃশংস হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এতে উপস্থিত ছিলেন ট্রান্সকম,এসকেএফ ও প্রথম আলোর কর্মকর্তা,কর্মচারীরা।

লতিফুর রহমান ২০২০ সালে ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

সম্পর্কিত খবর