
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নৃশংসভাবে হত্যার শিকার বহুল আলোচিত সেই উজ্জ্বল মিয়াজীর হত্যাকারীদের মধ্যে ফরিদ গাজী(২৮) নামে এক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে চাঁদপুর পিবিআই।
দীর্ঘ প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পর গত (৩০জুন) দিবারাত আড়াইটায় অর্থাৎ ১লা জুলাই (রবিবার) চাঁদপুর জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এর নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (নি:) মীর মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই আমিরুল ইসলাম মীর, এসআই ফজলুর রহমান চৌধুরী, এএসআই আলমগীর হোসেন ও ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে,
অত্র মামলার ঘটনায় আত্মগোপনে থাকা এজাহার নামীয় আসামী মোঃ ফরিদ গাজী (২৮), পিতা মোঃ ছানাউল্লাহ গাজী (সানা গাজী) , সাং-বানিয়াল মহেষপুর (পশ্চিম কান্দি), ডাকঘরঃ-মহেষপুর, থানা ও জেলা-মুন্সিগঞ্জ’কে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তল্লা পুস্কনির পাড় ধৃত আসামীর ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়।
এসময় চাঁদপুর পিবিআই পুলিশ পরিদর্শক (নি:) মীর মাহবুবুর রহমান বলেন, আসামীকে গত ৩০জুন রাতে আটক করেছি। পরবর্তীতে আসামীকে গতকাল ১লা জুলাই কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সহিত জড়িত থাকাসহ অত্র মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এছাড়াও আসামি মোঃ ফরিদ গাজী (২৮) এর বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এসময় তারা রিমান্ড আবেদন করবেন বলে জানান তিনি। তবে রিমান্ড দেওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে আশ্বাস দেন তিনি। ইতিপূর্বে সূত্রোক্ত মামলার এজাহার নামীয় বেশ কিছু আসামীদেরকে পিবিআই চাঁদপুর কর্তৃক গ্রেফাতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তিনি বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে।
জানা যায়, গত ২০২২ সালের (৫মে ) ঈদ পুর্নমীলনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ শ্বশুরবাড়ী চাঁদপুরে যান রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী উজ্জল মিয়াজী। রাতে তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন করতে গেলে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে নৌ ডাকাত কবির খালাসী, জজ মিয়া খালাসী, নাহিদ খালাসী, তুষার খালাসী ও বাবলা ডাকাত ও ফরিদ গাজীসহ এ চক্রের আরও ২০ থেকে ২৫ জন সদস্য।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ষাটনল পর্যটন কেন্দ্রে রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নৌ ডাকাত বাবলা ওরফে উজ্জ্বল খালাশী, কবির খালাসিসহ এ চক্রের সহযোগীরা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বাদি হয়ে মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে উজ্জলের মৃত্যু নিশ্চিত করে তারা ক্ষতবিক্ষত দেহ মাটিতে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় কবির খালাসিকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী। মামলা নং ৬ (৫) ২২।