
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সেতুতে মোটরসাইকেলের কাছ থেকে টোল আদায়ের ঘটনা চালকদের সাথে হাতাহাতি ও বাকবিতন্ডায় সৃষ্টি হয়। সেতুর টোল আদায় বন্ধের দাবীতে অর্ধ শতাধিক বাইকার চালকরা বিক্ষোভ ও প্রতিবাদ জানান।
সোমবার বিকেলে চাঁদপুর গাছতলা এলাকায় টোল প্লাজার সামনে চালকরা প্রতিবাদ করেন। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অটোরিকশা সিএনজি ও মোটরসাইকেল চালকরা অংশগ্রহণ করেন।
সোমবার সকাল থেকে বাইকার চালকদের কাছ থেকে পাঁচ টাকা করে টোল আদায় শুরু করে। এ নিয়ে প্রতিবাদ করলে টোল আদায়কারীরা চালকদের মারধর করার চেষ্টা করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালে বেশ কয়েকটি ব্রিজ নির্মাণ করা হয়। হাজিগঞ্জ ডাকাতিয়া নদীর ব্রিজের টোল আদায় আজ থেকে ১২ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে।কিন্তু চাঁদপুর – ফরিদগঞ্জ সড়কের গাছ তলা এলাকার ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুর টোল আদায়ে ১৯ বছরেও বন্ধ হয়নি।
শ্রমিক ইউনিয়ন ও জনসাধারণ বেশ কয়েকবার মানব বন্ধন করেও টোল আদায় বন্ধ করতে পারেনি। ইজারাদার ঘর কোন অদৃশ্য শক্তির বলে টোল আদায় করছে। এই সেতুতে প্রতিনিয়ত এই দুর্ঘটনায়। ইজারাদারগন গাড়ি থেকে টোল আদায় করতে গিয়ে যাত্রী ও চালকদেরকে মারধরের ঘটনা ঘটাচ্ছে। আমরা সর্বস্তরের জনগণ চাই দ্রুত এই চাঁদপুর সেতুর টোল আদায় যেন বন্ধ করা হয়।