
“বাইসাইকেল পেয়ে আমরা খুবই খুশি। বাইসাইকেল আমাদের স্বাধীনতার প্রতীক, আমরা নিজেদের আরও আত্মবিশ্বাসী অনুভব করছি। আমাদের স্বপ্ন পূরণের পথে এটি একটি বড় পদক্ষেপ। আমরা এই উপহারের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এটি আমাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।”
চাঁদপুরের পূর্ব সুবিদপুর ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য হার্ট প্রকল্পের আওতায় উৎস’র উদ্যোগে ডিয়াকোনিয়া’র সহযোগিতায় বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়ে শিক্ষার্থীর উচ্ছাস প্রকাশ করে উপরোক্ত মন্তব্য করেন।
বাংলাদেশ চিনি গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ সাহা।
অতিথিবৃন্দ বলেন, “বাইসাইকেল মেয়েদের জন্য শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং তাদের শিক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ তাদের স্কুলে যাওয়ার পথে বাধাগুলো দূর করবে, এবং তাদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে সাহায্য করবে। বাইসাইকেল পেয়ে মেয়েরা নিজেদের স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী অনুভব করবে। এটি তাদের স্কুলে উপস্থিতির হার বাড়াবে এবং শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। এছাড়া, এই উদ্যোগ পরিবার ও সমাজের মধ্যে মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং তাদের সামগ্রিক উন্নয়নে সহায়তা করবে।”
উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা সঞ্চালিত অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি ও স্বাগত বক্তব্য রাখেন উৎস’র কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী শেখ আব্দুল মুনির ।