
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার উদ্যোগে চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে দীঘদিন যাবত অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট অবশেষে উচ্ছেদ করা হয়েছে।
গতকাল ১লা জুলাই চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনায় এ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের এই সাহসী জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছে চাঁদপুরের নাগরিক সমাজ ।
জানা গেছে, দীর্ঘদিন যাবত এ অবস্থায় ছিল দোকানহুলো। আজ পৌরসভা থেকে এসব উচ্ছেদ করা হয়। এখানে পুনরায় দোকান তোলার সম্ভাবনা নাই এ কারণে- খালি জায়গা নিয়ে করিম পাটওয়ারী সড়কটি প্রশস্ত করা হবে এবং ফুটপাত করা হবে। এসব কাজ এখন চলমান।