
চাঁদপুর খবর রির্পোট: শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আইসিটি প্রকল্প-২ এর আওতায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম বাস্তবায়নে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, রাউডার স্থাপন করা হয়েছে।
গতকাল ১জুলাই (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র নিকট হস্তান্তর করেন ড্যাফোডিল কম্পিউটার এর প্রতিনিধি মিজানুর রহমান।
এসময় জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ড্যাফোডিল কম্পিউটার এর টেকনিশিয়ান মো: রিপন মিয়াজী উপস্থিত ছিলেন।
জানা গেছে ,ড্যাফোডিল কম্পিউটার চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপনের লক্ষে চুক্তি অনুযায়ী স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, রাউডার হস্তান্তর করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বলেন, শিক্ষামন্ত্রণালয়ের স্মার্ট ক্লাসরুম গঠনের এই উদ্যোগকে স্বাগত জানাই । এতে করে শিক্ষার্থীরা আনন্দগত পরিবেশে পাঠদান করতে পারবে । শিক্ষার্থীরা উপকৃত হবে । সেই সাথে ড্যাফোডিলকে ধন্যবাদ জানাই ।