চাঁদপুর রহমতপুর এলাকায় কোহিনুর হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ভূঁইয়া বাড়ির কোহিনুর হত্যা মামলায় ২ আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ও রফিক ( দেন্ধা রফিক )কে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

রোববার ( ৩০ জুন ) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় দেন রায়। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২২শে আগস্ট রাত ৮ টায় কোহিনুর বেগম এই আসামিদের কাজ থেকে পাওনা টাকা চাইতে গেলে আসামিরা কোহিনুর বেগমকে ধারালো বটি দা দিয়ে মাথার মাঝখানে স্বজরে কোপ দেয় । কোহিনুর বেগম পাওনা ৫ লক্ষ টাকা চাইতে গেলে নাজমা ও সহযোগী রফিক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে ফিটিয়ে কোহিনুরকে হত্যা করে।

এই ঘটনায় পরদিন ২৩ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে কোহিনুর বেগমের আপন ভাই আবদুল মালেক মোহন।

রাষ্ট্রপক্ষে ছিলেন চাঁদপুরের পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী। তিনি বলেন আমি এ রায়ে সন্তুষ্ট।এই মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আসামি পক্ষে ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম ।

সম্পর্কিত খবর