স্টাফ রিপোর্টার : চাঁদপুরে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
ডিসি বক্তব্যে বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ এই বিষয়ে আমরা সঠিক বার্তা দিতে পারছি কি না তা হচ্ছে কথা। সমাজের নানাবিধ যেসব অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আপনাদের আলোচনা করা দরকার। যে সমাজ আপনার কাছে নামাজ আদায় করতে আসছে তখন সঠিক বার্তাটা আপনি তাদের কাছে পৌঁছান। ‘সাম্প্রদায়িক, জঙ্গীবাদ, শালীনতা’ এইসব শব্দগুলোর অপব্যবহার করা হচ্ছে। এগুলোর সঠিক বার্তা আপনাদের পৌঁছে দিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ।
এছাড়াও আলোচকের বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রুহুল আমিন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী প্রমূখ।
স্বাগত বক্তব্য দেন,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ সফি উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মো. সোলায়মান।