
স্টাফ রিপোটার : চাঁদপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীর উপর হামলা ঘটনা ঘটেছে। হামলা শিকারি ক্ষুদ্র ব্যবসায়ী খলিলুর রহমান চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ২৮ জুন শুক্রবার রাত অনুমান সাড়ে এগারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে। চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্হ স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির বাসার সম্মুখে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুন ওই এলাকার স্হানীয় টং চায়ের দোকানি খলিল খলিফার দোকানের সামনে বসে থাকা তারই আপন ছোট ভাই মোশারফ খলিফাকে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালের এম্বুল্যান্স চালক হামিদ গাজী (৪০) বরিশাইল্যা ভাসমান আরো নানা কথা বলে হেয় পতিপন্ন করে। মোশারফ খলিফা ক্ষিপ্ত হয়ে তাক বারবার বারন করে। এরি মধ্যে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।বিষয়টি স্হানীয় গণ্যমাণ্য ব্যাক্তিরা উভয়কে ডেক বুঝিয়ে ঘটনাস্হল থকে বিদায় করে দেয়।
রাত অনুমান সাড়ে ১১ টায় হামিদ গাজী ও তার ছেলে মেহেদী গাজী, সুজন চন্দ্র দাস, আজিজ, সজীব, ইব্রাহীম, ইমন, রাকিব, অজ্ঞাত সানিসহআরো ৮/১০ জন সন্ত্রাসী প্রকৃতি যুবক ঘটনাস্হলের আশপাশে এসে অবস্হান নেয়। খলিল খলিফার ছেলে রাকিব হোসেন (২২) দোকান বন্ধ করে বাসায় যাবার সময় ওই সন্ত্রাসী যুবকরা তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করে।
এর পূর্ব কথাকাটির সময় দোকানে হামলা ভাংচুর করে। খলিল খলিফা স্হানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে গত ২৮ জুন ৯ জনে নাম উল্যেখ করে এবং ৮/১০ অজ্ঞাত যুবকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।