চাঁদপুর জেলা কৃষকলীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জুন শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় জেলা কৃষকলীগের আওতাধীন সকল ইউনিটের বর্ধিত সভা করতে তারিখ নির্ধারণ করে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় চাঁদপুর জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আজিজ খান বাদলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল হান্নান সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক এম. এ সাত্তার সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া, শাহজাহান বেপারী, আবু সালেহ মো. খুরশিদ আলম, সদস্য জাহাঙ্গীর হেসেন বাদশা, ফরহাদ হোসেন,

মতলব উত্তর উপজেলা কৃষক লীগেরর সাধারণ সম্পাদক জি এম ফারুক, মতলব দক্ষিণ উপজেলা কৃষকলীগের আহবায়ক আড. শাহআলম, ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জহির মিজি, চাঁদপুর সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মাওলানা হাছান বেপারী, চাঁদপুর পৌর কৃষকলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়া, হাইমচর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ছোলেমান ঢালীসহ জেলা ও বিভিন্ন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর