পেশ ইমাম আব্দুস সালামের মৃত্যুতে চাঁদপুরের এসপির শোক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোঃ আব্দুস সালাম সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।

মরহুমের পিতা-মৃত তৈয়ব আলী বিশ্বাস, সাং-শাহেবগঞ্জ, পোঃ-শাহেবগঞ্জ, থানা-বাকেরগঞ্জ, জেলা: বরিশাল, বর্তমান ঠিকানা-পুলিশ লাইন্স চাঁদপুর।

২৪জুন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়।

শোকবার্তা থেকে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় চিকিৎসারত অবস্থায় ২৪ জুন ২০২৪ খ্রিঃ সোমবার ৭টা ৩৪ মিনিটে মাওলানা হাফেজ মোঃ আব্দুস সালাম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

পুলিশ লাইন্স জামে মসজিদের পেশাদার এই ইমাম সাহেব মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭২ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শাহেবগঞ্জ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৪ সাল থেকে পুলিশ লাইন্স চাঁদপুর জামে সজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। পুলিশ লাইন্স জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত থাকাবস্থায় তাঁর উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।

মাওলানা হাফেজ মোঃ আব্দুস সালাম এর মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম মাওলানা হাফেজ মোঃ আব্দুস সালাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

সম্পর্কিত খবর