চাঁদপু‌রে মাদক কারবা‌রি‌কে দুই বছ‌রের সাজা

স্টাফ রিপোর্টার : চাঁদপু‌রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে লিটন সরকার ওর‌ফে হো‌মিও লিটন‌কে আদালত কর্তৃক দুই বছ‌রের সাজা।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে চাঁদপুর সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যাজেস্ট্রেট আদালত-২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে দুই বছ‌রের সাজা ও দুই হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। জ‌রিমানা টাকা না দি‌তে পার‌লে আসামী আরও দুই মা‌সের সাজা ভোগ কর‌বেন। সাজাপ্রাপ্ত লিটন সরকার চাঁদপুর পৌরসভার ২নং ওয়া‌র্ডের পুরানবাজা‌র মধ‌্য শ্রীরামদী এলাকার দেওয়ান বা‌ড়ির মৃত রুহুল আ‌মিন সরকা‌রের ছে‌লে।

রাষ্ট্রপ‌ক্ষে মামলা‌টি প‌রিচালনা ক‌রেন এ‌পি‌পি এড‌ভো‌কেট এম এ হা‌লিম পাটওয়ারী।

সম্পর্কিত খবর