মোঃ ইসমাইল, হাইমচর : চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইমচর সরকারি মহাবিদ্যালয় এইচএসসি পরিক্ষা ২০২৪ পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ জুন ( মঙ্গলবার) হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক শাহরিয়ার মরিয়ম এর পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নিরুপম মজুমদার, হাইমচর থানা অফিসার ইনচার্জ তদন্ত অলি উল্লা অলি, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লা,মোঃ মোখলেছুর রহমান মুকুল, সহকারী অধ্যাপক মোঃ তোফায়েল আহমেদ, ইংরেজি বিষয়ে শিক্ষক প্রভাষক মুকবল হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক দুলাল কৃত্ত নাথসহ বিদায়ী ও অধ্যায়নরত শিক্ষার্থী।