মতলব নারায়ণপুর চৌধুরী বাড়ীতে দখলকৃত সম্পত্তি বে-দখলের চেষ্টা : থানায় অভিযোগ

সমির ভট্রাচার্য্য : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের নারায়নপুর চৌধুরী বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় মিথ্যা অভিযোগ ও দলিলকৃত সম্পত্তি বে-দখলের চেস্টা ও হয়রানির করছে একই বাড়ীর আশোক সাহার স্ত্রী মমতা রানী সাহা গং ।

সরজমিন ঘুরে জানা যায়, উপজেলার নারায়ণপুর চৌধুরী বাড়ির নিত্যানন্দ চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী তার খরিদকৃত ১৫ (পনর) সম্পত্তি মালিক ও দখলদার। তিনি নিজের জায়গায় গাছ কাটতে গেলে বাধা প্রদান করে মমতা রানী সাহা গং । পরে মমতা রানী সাহা বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি অভিযোগ দায়ের করেন ।

মমতা রানী সাহার অভিযোগসুত্র ধরে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই রানা । এ সময় তিনি উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন ।

ঐ ঘটনার মিমাংশার জন্য গত ২২ জুন শনিবার মতলব দক্ষিণ থানায় বসার কথা ছিলো। কিন্তু মমতা রানী সাহা নানা অজুহাত দেখিয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রিপন বালার কাছ থেকে সময় চেয়ে নেন।এদিকে বাবুল চৌধুরী থানায় উপস্থিত থাকতে খবর পান একই বাড়ির নটরডেম কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরী (উত্তম) বাবুল চৌধুরীর দখলীয় অংশের চারিদিকের নেট জালের বেড়া তোলে সরিয়ে ফেলার চেস্টায় তিনি ব্যর্থ হন বিষয়টি গণমাধ্যম কর্মীকে জানান, জায়গার মালিক বাবুল চৌধুরী।

বিষয়টি নিয়ে প্রদীপ চৌধুরী (উত্তম) সাথে কথা বললে তিনি বলেন, আমার ক্ষরিদকৃত সম্পত্তির বাহিরে আমি যাইনি।

এবিষয়ে বাবুল চৌধুরী আরোও বলেন, আমার ক্ষরিদকৃত সম্পত্তি আমার দখলে থাকা আবস্থায় একটি কুচক্রি মহল ক্ষমতা ও জোরপূর্বক দখলের চেষ্ট করে আসছে। আমি একজন নিরিহ প্রকৃতির মানুষ।সাদা মাটা জীবন যাপন করা মুলত আমার স্বভাব।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ক্ষরিদ ও ভোগ দখলীয় সম্পত্তি যার দলিল নং ৩১৯২ নারায়ণপুর মৌজাস্থ সাবেক দাগ ১৮৩ নং হাল দাগ ২০১ও খতিয়ান ভুক্ত একুনে ১৫ পনর শতাংশ ভূমি,

বিএস চুড়ান্ত ৩০৫ নং খতিয়ান ভুক্ত~বিএস চুড়ান্ত ১১২৩ দাগে বাগান মোঃ ০.২১০০ একরের মধ্যে বাগান মোঃ ০.০৪৬৫ একর। উক্ত মৌজায় বি এস চুড়ান্ত ৩০২ নং খতিয়ান ভুক্ত বি এস চুড়ান্ত ১১২২ দাগে বাড়ি মোঃ০.৯৭০০ একর,বি এস চুড়ান্ত ১১২৫ দাগে বাগান মোঃ ০.৫১০০ একর একুনে মোঃ ১.৪৮০০ একরের মধ্যে আপোষ চিহৃত বন্টন মতে ও আমার নিজ ভোগ দখল বিএস চুড়ান্ত ১১২৫ দাগে বাগান মোঃ ০.৫১০০ একর মধ্যে ০.১০৩৫ একর একুনে বাগানে মোঃ ০.১৫০০ একর অর্থাৎ পনর শতাংশ ভুমি। আমার খরিদকৃত ভুমির খারিজে আগত খতিয়ান ৩০৫ ও ৩০২, নায়েরগাঁও ইউনিয়ন ভুমি অফিস নামজারী খতিয়ান নং ১৯১৭ নারায়নপুর জে এল নং ২০১ বিএস ১৯১৭ নং খতিয়ানে দাগ নং ১১২৩,১১২৫ দুই দাগে মোঃ ১৫ পনর শতাংশ।

আমার খরিদকৃত সম্পত্তিতে কেহ জবর দখল করে প্রবেশ করলে তাহা সম্পূর্ণভাবে বেআইনি হবে। আমার দখলীয় পনর শতাংশ জমির চৌহদ্দি উত্তরে উত্তম চৌধুরী গং দক্ষিণে বাবুল রায়,পূর্বে চন্দন সাহা,পশ্চিমে রাস্তা। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে প্রশাসনের সু- দৃষ্টি কামনা করেন।

সম্পর্কিত খবর