
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-থানার ২৪ ঘন্টার অভিযানে ১৫কেজি গাঁজাসহ ১আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দৈনিক চাঁদপুর খবর কে এ তথ্য জানান।
তিনি জানান, ২৪জুলাই চাঁদপুর নৌ-থানার এসআই (নিঃ) মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাটস্থ ২নং পন্টুনের উপর থেকে ১। আবুল হোসেন (৪২), পিতা-আবেদীন চৌকদার, মাতা-সেফালী বেগম, স্ত্রী-আয়েশা বেগম, সাং-মাচারং, থানা-রাজৈর,বর্তমান সাং -৪নং ঘাট, ২১নং ওয়ার্ড, রাজ্জাক সর্দারের বাড়ীর পাশে, থানা জেলা–খুলনা এর হেফাজত হতে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।