বিশেষ প্রতিনিধি : গতকাল দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে চাঁদপুরে ট্রেনের টিকেট কালো বাজারে বিক্রিকালে পোটার পারভেজ আটকের ঘটনায় চট্রগ্রাম বিভাগীয় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে,বাংলাদেশ রেলওয়ের চট্রগাম বিভাগীয় কর্তপক্ষ।
টিকেট কালো বাজারি করা কালে আটক পারভেজকে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে গতকাল রোববার(২২জুন) কেøাজ করে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
চট্রগ্রাম রেলওয়ের (ডিআরএম) রেলওয়ে ম্যানেজারের দপ্তর থেকে জানা গেছে,গত শনিবার রাতে ট্রেনের টিকেট কালো বাজারে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের চট্রগ্রাম বিভাগীয় (পূর্ব অঞ্চল) মহাব্যবস্থাপক এর নির্দেশে চাঁদপুর স্টেশনে কর্মরত পোটার কাম পিয়ন মো: পারভেজ (২৮)কে রেলওয়ের নীতিমালা অনুযায়ী সাময়িক ভাবে বরখাস্ত করে চট্রগ্রামে হেড কোয়াটারে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনার আলোকে চট্রগ্রাম রেলওয়ের চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআ্রএম)কে প্রধান করে ৫ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোট পেশ করার জন্য বলা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চ্াঁদপুর থেকে চট্রগ্রামগামী ঈদ স্পেশাল-২, ট্রেনের টিকেট কালো বাজারে বিক্রিকালে রেল কর্মচারী (পোটার) পারভেজ জনতা হাতেনাতে আটক হয়ে গনপিটুনীর শিকার হয়। এ ঘটনার সময় লাকসামে কর্মরত টিটি ইনেসপেক্টর (জেআরআই) ড; আমিনুল হক চাঁদপুরে টিকেটকালো বাজারি হয়কিনা তা’দেখতে পরিদর্শনে কালে এ ঘটনার সময় শনিবার রাতে চাঁদপুরে ছিলেন। এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন চাঁদপুরস্থ স্টেশন মাস্টার শোহেবুল শিকদার।
তাৎক্ষনিক (জেআরআই) লাকসাম ড: আমিনুল হক ঘটনা সম্পর্কে চট্রগ্রাম বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। সেই আলোকে চট্রগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁদপুরস্থ পোটার পারভেজকে কেøাজ করে চট্রগ্রামে হেড কোয়াটারে তলব করে নিয়ে আসে।
আজ সোমবার (২৪জুন) এ বিষয় নিয়ে চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের দপ্তর পাহাড়তলীতে প্রথমবারের মত প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করার কার্যক্রম করা হয়েছে। সেখানে চাঁদপুরের নিরাপত্তা দপ্তর বাহিনীর সংশ্লিস্টরা, ইনেসপেক্টর ড; আমিনুল হক ,স্টেশন মাস্টার শোহেবুল শিকদার,রেলওয়ে থানার ইনচার্জ মাসুদ আলম ও ঘটনার সাথে জড়িত ব্যক্তি পোটার পারভেজ উপস্থিত ছিলেন। এ তদন্ত কমিটি সে কোন সময এসে তদন্ত করার পর রিপোট পেশ করবে।
এ বিষয়ে ইনেসপেক্টর ড; আমিনুল হক ও চাঁদপুর স্টেশন মাস্টার শোহেবুল শিকদার জানান,এ ঘটনাটি আমাদের সামনেই ঘটেছে। আমরা জানতে পেরেছি পোটার পারভেজ টিকেট কালো বাজারে বিক্রি কালে আটক হয়। বিষয়টি আমরা চট্রগ্রাম বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে তখনই জানিয়ে ছিলাম। এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে ডিপাটমেন্টাল ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সংক্রান্ত একটি রিপোট দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শেষের পাতায় প্রকাশিত হয়েছে ।যার পরিপ্রেক্ষিতে রেলবিভাগ এ ব্যবস্থা নেন ।।