বাবুরহাটে স্ত্রীকে ভাতের সাথে বিষ মিশিয়ে মারার চেষ্টার অভিযোগ!

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের বাবুরহাটে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সাথে স্ত্রীকে ভাতের সাথে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ার পর চাঁদপুর ২৫০ শয্যা শিষ্ট সদর হাসপাতালে নিয়া ভর্তি করায়। এমন গুরুত্বর অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ীসহ পরিবারের বিরুদ্ধে ।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে ভোক্তভোগী স্ত্রী হাবিবা ।

গতকাল দক্ষিন হামানকর্দ্দি গ্রামের নিবাসী স্ত্রী হাবিবা আক্তার (২০), পিতা- মোঃ ইসমাইল খান বাদী হয়ে স্বামী মোহাম্মদ আলী শেখ (২৭), পিতা- মোঃ আঃ মান্নান শেখ কে ১নং আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এতে ২নং আসামী আনোয়ারা বেগম (৫০), স্বামী- মোঃ আঃ মান্নান শেখ, ৩নং আসামী স্বপ্না বেগম (৩২), পিতা- আঃ মান্নান শেখ, ৪নং আসামী মুসলিম শেখ (৬০), পিতা- অজ্ঞাত, ৫নং আসামী মোঃ বিল্লাল খান (৩৫), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- রঙ্গের গাঁও, কাঠের পুল (শেখ বাড়ী), ডাকঘর- বাবুরহাট, সর্ব থানা ও জেলা- চাঁদপুর।

অভিযোগসূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানাধীন দক্ষিন হামানকর্দ্দি গ্রামের বাদীর বসত বাড়ীতে ১নং বিবাদী বাদীর স্বামী, ২নং বিবাদী শাশুড়ী, ৩নং বিবাদী ননস, ৪নং বিবাদী চাচা শ্বশুর, ৫নং ১নং বিবাদীর বন্ধু হয়।

১নং বিবাদীর সাথে বাদীর ২বছর পূর্বে ইসলামি শরিয়াহ মোতাবেক ২, ৫০, ০০০টাকা কাবিনে ৫০০০০ টাকা ওয়াশিলে এবং২ভরি ৮ আনি বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ ১,০০,০০০টাকা যৌতুক প্রদানে বিবাদীর সাথে বিবাহ হয়।

বিবাহের পর বিবাদীর ঔরষে ও আমার গর্ভে একজন ছেলে সন্তান জন্মগ্রহন করে। ১ নং বিবাদী সন্তান জন্মগ্রহনের পর থেকে ২-৫ নং বিবাদীদের ইন্ধনে ইন্ধনে ও উস্কানিতে পূনরায় আমার পরিবারের নিকট হতে স্বর্ণালংকার নেওয়ার জন্য আমাকে শারিরিক ও মানসিক নির্যাতন করিয়া করে।

বিবাদীরা বাদীর উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ভাতের সাথে বিষ মিশিয়া দিলে উক্ত ভাত খাওয়ার পরে বাদী অসুস্থ্য হলে বিবাদীগন বাদীকে চাঁদপুর ২৫০ শয্যা শিষ্ট সদর হাসপাতালে নিয়া ভর্তি করায়।

সম্পর্কিত খবর