চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে ২০২৪সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ২৪জুন (সোমবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনিং বডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, জ্যেষ্ঠ প্রভাষক মো: হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, অভিভাবক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী আকলীমা আক্তার পুষ্প।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, সহকারি শিক্ষিকা নাসরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, বিশিষ্ট বালু ব্যবসায়ী মো: জসিম মিজি, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ সুধীজন, জনপ্রতিনিধি, গন্যমান্যব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী ও পরীক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাতকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।