সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণে নিষিদ্ধ পাওয়ার ট্রলির চাপায় ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। এ সময় পাওয়ার ট্রলির চালক সহ ট্রলি জব্দ করেছে পুলিশ । মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির সংঘর্ষে মো. রায়হান (১৯) নামে এক তরুণের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী অপর দুই জন আহত হয়।২১ জুন শুক্রবার সকালে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,নিহত তরুণ মোটরসাইকেল চালিয়ে তাঁর চাচা ও চাচাত ভাইকে সঙ্গে নিয়ে উপজেলার কাশিমপুর দিঘিরপাড় এলাকায় এক স্বজনের বাড়িতে যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন।
নিহত মো. রায়হানের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার আলগী গ্রামে। ওই গ্রামের মো. ইয়াছিনের ছেলে তিনি। রায়হান মাদবদী এলাকায় একটি কলেজে লেখাপড়া করতেন।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে মো. রায়হান নিজের মোটরসাইকেলে করে তাঁর চাচা মাইদুল ইসলাম ও চাচাত ভাই মো. শরিফকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উপজেলার কাশিমপুর দিঘিরপাড় আলী আকবরের বাড়ির উদ্দেশে রওনা দেন।
রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পাওয়ার ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেআ রায়হান মারা যায় এবং তাঁর চাচা ও চাচাত ভাই গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন।
আহত তাঁর চাচা ও চাচাত ভাইকে স্থানীয় লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা দুর্ঘটনায় ওই তরুণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন । নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।