
ইব্রাহিম খান : চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির(TLCC) সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ জুন সোমবার বিকেলে পৌর পাঠাগারে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, পৌরসভাকে নান্দনিক করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সফল হয়েছি একথা এখন বলবোনা।কিন্তু বলবো আমাদের সফলতা শুরু হয়ে গেছে । ইতিমধ্যে আমারা অনেক কাজ করেছি। আশা করছি বাকী সময়ে অবশিষ্ট কাজ গুলো সম্পূর্ণ হবে।
তিনি আরো বলেন, শহরের মূল সড়ক গুলো সংস্কার করা হচ্ছে।যেগুলো বাকী আছে সেগুলো সংস্কার করা হবে।লোহারপোল থেকে দোকানঘর পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটির জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকার একটি প্রকল্প আমরা দিয়েছি।আশা করছি অচিরেই বরাদ্দ পাবো।আর বরাদ্দ পেলেই সেটির কাজ শুরু হবে।
চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়ার পরিচালানায় বক্তব্য রাখেন,টিএলসিসি কমিটির সদস্য ডা. মোস্তাফিজুর রহমান,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, এলআইইউপিসির ক্রাউন ম্যানেজার ইনচার্জ কায়সার আহমেদ,সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বেবি সাহা,সদস্য নাজমা আক্তার ।