
ইব্রাহিম খান : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য,আরেফিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সফিউদ্দিন বাবলু,মনির হোসেন মুন্না,আবু হানিফ কাকন,পীরজাদা জুনায়েদ,কাউছার আহমেদ, হুমায়ুন আহমেদ কাউছার, জাকির হোসেন, এসকে শাহাদাত, আব্দুল হালিম,ফজলু, মাসুদুর রহমান, আক্তার হোসেন, হারুন মাঝি,হাশেম গাজী,আনোয়ার হোসেন দুলাল, দেলোয়ার হোসেন, জাকির হোসেন ভুট্টু,খোরশেদ আলম, নূরে আলম,রফিক প্রমূখ ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাসেল আহমদ আকাশ । এছাড়াও এদিন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।