চাঁদপুরে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক ১৬ দালালকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পাসপোর্ট অফিসে দালালের খপরে পড়ে প্রতারণার শিকার হচ্ছে প্রবাসীরা। প্রবাসীদের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কুমিল্লা র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব ১১ অভিযান চালিয়ে চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৬ জন দালালকে আটক করেছে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । সোমবার আটককৃত ১৬ দালালকে আদালতে পাঠায় পুলিশ।আদালত
আটক ১৬ দালালকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানোর নিদেশ দেন ।

দালাল আটক হওয়ার পর নড়েচড়ে বসেছে পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা।

প্রবাসীরা অভিযোগ করে বলেন, পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ১৬০০ থেকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া পাসপোর্ট নিতে পারেনা প্রবাসীরা শুধুমাত্র দালালদের মাধ্যমে নিতে হয় পাসপোর্ট। দুর্নীতি যেন পাসপোর্ট অফিসে নিয়মে পরিণত হয়েছে।

পাসপোর্ট অফিসের উদ্বোধন কর্মকর্তার ইঙ্গিতে অফিস সহকারীরা দালালদের মাধ্যমে এলাড ফান্ডের নামে ঘুষ নিয়ে থাকে। এর পূর্বেও প্রশাসন পাসপোর্ট অফিসে ঘুষের টাকা সহ এক কর্মচারীকে আটক করেছে। তারপরেও থেমে নেই পাসপোর্ট অফিসের দুর্নীতি ও ঘুষ বাণিজ্য। পাসপোর্ট অফিসে গুপটি মেরে বসে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেই দুর্নীতিমুক্ত হবে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা থেকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব পাসপোর্ট অফিসের সামনে থেকে নগদ টাকা পাসপোর্টসহ ১৬ জন দালালকে আটক করতে সক্ষম হয়। আদকৃতদের বিরুদ্ধে র‍‍্যাব বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব জানান, প্রবাসীদের অভিযোগের প্রেক্ষিতে দালাল মুক্ত করতে চাঁদপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। সাদা পোশাক পরিহিত র‍‍্যাবের সদস্যরা পাসপোর্ট করার জন্য আসলে দালালরা অফিসের কর্মকর্তাদের নামে টাকা চায়। অবশেষে তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।

পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আটক হওয়া দালালরা জানান,পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী ফারুকের নেতৃত্বে সকল দালালদের নিয়ন্ত্রণ করে। প্রতি সপ্তার বুধবারে সকল দালালদের কাছ থেকে এলার ফান্ডের নামে পাসপোর্ট পতি ১৬০০ টাকা করে উঠিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে টাকা ভাগবাটোয়ার করে । এছাড়া পাসপোর্ট এর নাম সংশোধন করার জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই সকল অসাধু কর্মকর্তাদের বদলি করলে দুর্নীতি মুক্ত হবে পাসপোর্ট অফিস।

পাসপোর্ট অফিসের দুর্নীতির ঘটনায় আরো যারা জড়িত রয়েছে ধারাবাহিক প্রতিবেদনে তাদের নাম তথ্যপ্রমাণ সহ দৈনিক চাঁদপুর খবরে প্রচার করা হবে।

সম্পর্কিত খবর