স্টাফ রিপোর্টার : চাঁদপুর মেঘনা নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোরবানি ঈদের সময় ও পরে বালু বোঝাই বলগেট চলাচল করায় নৌ পুলিশ অভিযান চালায়।
চাঁদপুর নৌ থানায় এই প্রথম এক দিনে ১৫ টি বরগেট সহ ২৬ জন আসামি ধরতে সক্ষম হয়।
নৌ থানার ইনচার্জ মোঃ মনিরুল যোগদান করার পর থেকেই দক্ষতার পরিচয় দিয়ে মেঘনা নদী থেকে ইতিপূর্বে অনেক কাগজপত্র বিহীন বালু বোঝাই বলগেট কারেন্ট জাল সহ জেলে আটক করতে সক্ষম হয়েছে।
এছাড়া অবৈধভাবে নদীতে বালু উত্তোলন করার সময় এই পুলিশ কর্মকর্তা অভিযান চালিয়ে তাদেরকে ধরেছে।
কোরবানি ঈদ উপলক্ষে নদী পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ তৎপর রয়েছে। ঈদের আগে ও পরে প্রায় সপ্তাহখানিক সময় নদীতে সকল ধরনের বালু বোঝাই বলগেট চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। কিন্তু প্রশাসনের নিয়ম নীতি উপেক্ষা করে এই বলগেট চালানোর কারণে নৌ পুলিশ অভিযান চালায়।
জব্দকৃত ১৫ টি বলগেট এর মধ্যে দশটি বলগেটের বিরুদ্ধে আদালতে পজিকেশন ও পাঁচটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নৌ পুলিশ।
নৌ থানার ওসি মনিরুল ইসলাম জানান, নৌ পথ নিরাপত্তা দেওয়ার জন্য তৎপর রয়েছে নৌ পুলিশ। কিন্তু প্রশাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের সময় তারা বলগেট চলাচল করার কারণে অভিযান চালানো হয়। ১৫ টি বলগেট সহ ২৬ জন আসামিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। নৌ পুলিশের এই অভিযান নদীতে সর্বদা অব্যাহত থাকবে।