মতলব উত্তরে মেঘনা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানিতে ডুবে শিশুর ইয়ামিন (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিকিরচর গ্রামের মেঘনা নদীতে আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

ইয়ামিন উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ামিন মাদ্রাসায় পড়াশোনা করত। ঈদের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে গ্রামে এসেছিল সে। রোববার বেলা ১২টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর